
ওয়েব সাইট বা ব্লগের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি ৫ মিনিটে ! অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান? প্রোগ্রামিং জানেন না? সমস্যা নেই, আজ আপনি নিজের হাতেই তৈরি করবেন অ্যান্ড্রয়েড অ্যাপস মাত্র ৫ মিনিটে ! কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আজ অনলাইনে একটি ওয়েব সাইট খুঁজে পেলাম অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার। Apps Geyser নামের এই ওয়েবসাইট আপনাকে বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরির সুযোগ দিচ্ছে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জ্ঞান ছাড়াই সম্পূর্ণ ফ্রি! প্রথমেই চলুন দেখে নেই কি কি বৈশিষ্টের অধিকারী এই Apps Geyser সাইট? অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি সম্পূর্ণ ফ্রি! তবে চাইলে অর্থ ব্যয় করেও প্রিমিয়াম অ্যাপস তৈরি করতে পারবেন। Apps Geyser আপনাকে বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে দিবে। যেমনঃ ওয়েব সাইট, ব্লগ সাইট, টেলিভিশন, ব্রাউজার, ওয়ালপেপার, বই এবং আরও অনেক ধরনের অ্যাপস। এইচটিএমএল৫ সাপোর্টেড। আপনার তৈরিকৃত অ্যাপসে অ্যাড বা বিজ্ঞাপন বসিয়ে আয় করতে পারবেন। তবে আয়ের একটা নির্দিষ্ট অংশ Apps Geyser সাইট নিয়ে নিবে। অ্যাপস ডাউনলোড করার ডাইরেক্ট লিংক।...